বাসস
  ১৯ জুন ২০২৪, ১৫:৪৮

কবি অসীম সাহা’র মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

ঢাকা, ১৯ জুন, ২০২৪ (বাসস) : একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি অসীম সাহা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  
আজ এক শোক বিবৃতিতে তিনি অসীম সাহা’র আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
কবি অসীম সাহা মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী সঙ্গীত শিল্পী ও কবি অঞ্জনা সাহা এবং দুই ছেলে অভ্র ও অর্ঘ্যসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।