বাসস
  ২০ জুন ২০২৪, ২৩:১৮

সুনামগঞ্জ জেলার বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ, ২০ জুন, ২০২৪ (বাসস): জেলার বন্যা উপদ্রুত দোয়ারাবাজার, জগন্নাথপুর ও সদর উপজেলা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। 
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
তিনি বলেন, বন্যাকে মোকাবিলা করে মানুষ যাতে চলতে পারে সে ধরনের ব্যবস্থাই নিচ্ছে সরকার। বন্যার্তরা কখনই একা নন, সবসময় সহযোগীতা নিয়ে তাদের পাশে শেখ হাসিনার সরকার আছে এবং থাকবে।  
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এম মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।
প্রতিমন্ত্রী এর আগে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সমম্মেলন কক্ষে,জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।