বাসস
  ২৪ জুন ২০২৪, ২৩:২৫

মানুষের সেবা করাই শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য : কৃষিমন্ত্রী

ঢাকা, ২৪ জুন, ২০২৪ (বাসস) : কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য হলো মানুষের সেবা করা। এ সরকার সবসময় জনগণের পাশে থাকে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে বন্যা, সাইক্লোনসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা বিএনপি-জামায়াত আমলের সরকারের তুলনায় অনেক বেশি সহায়তা পাচ্ছেন।
আজ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৮০০ পরিবারকে জিআর চাল ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
মন্ত্রী বলেন, দুর্নীতি ও লুটপাট করার জন্য নয়, বরং নিজের পকেটের টাকা খরচ করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নিরলস কাজ করছে।
এর আগে মন্ত্রী কমলগঞ্জ উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা এবং কমলগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
দুপুরে মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় কমলগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি বিতরণ এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় কমলগঞ্জ উপজেলার কিডনি, ক্যান্সার, লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
সভায় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়ানা, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন ও কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ  বক্তব্য রাখেন।