শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ২৫ জুন, ২০২৪ (বাসস) : কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সোমবার রাত ১১টার দিকে কুমিল্লা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সফিক শিকদার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন সফিকুল ইসলাম শিকদারের ছোট ভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা মো. কবিরুল ইসলাম সিকদার। তার মৃত্যুতে নগরীর সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার জানাযা নামাজের সময় এখন নির্ধারিত হয়নি।