বাসস
  ২৫ জুন ২০২৪, ১৬:৪৮

বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া, ২৫ জুন, ২০২৪ (বাসস) : জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  
মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল সরকারি প্রতিষ্ঠান প্রধানদের সাথে সমন্বয় করে বগুড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
সভার সভাপতি জানান, আগামীকাল বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বগুড়ায় জেলা জজ আদালত প্রঙ্গনে ‘নাায় কুঞ্জ’ এর উদ্বোধন ও বগুড়া জেলার বিচারক ও জয়পুরহাট জেলার বিচারকদের  পৃথক পৃথক সভা করবেন। সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
দীর্ঘ প্রায় দুই ঘন্টাব্যাপী এই উন্নয়ন সমন্মায় কমিটির সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের কাজের অগ্রগতি পর্যলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (পদন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেসবাউল করিম,  বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, উপজেলা চেয়ারম্যানগন ও উপজেলা নির্বাহী কর্মকতাগন।