বাসস
  ২৫ জুন ২০২৪, ১৮:১২

বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবার মূল্যের ফি নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সংসদ ভবন, ২৫ জুন, ২০২৪ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের সেবার মূল্যের ফি নির্ধারণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। 
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য এম, আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। 
স্বাস্থ্য মন্ত্রী জানান, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের রোগ নির্ণয় ফি নির্ধারণ করাসহ তা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর পদক্ষেপ গ্রহণ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়