বাসস
  ২৫ জুন ২০২৪, ১৮:১৩

সকল উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ২৫ জুন, ২০২৪ (বাসস) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান জানিয়েছেন, দেশের সকল উপজেলায় ‘উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য নিলুফার আনজুমের এক লিখিত প্রশ্নের জবাবে জানান, ১ম পর্যায়ে ২৩টি উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের বিষয়ে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর ডিপিপি প্রণয়নের কাজ চলছে।
প্রকল্পটি অনুমোদিত হলে ১ম পর্যায়ে ২৩টি উপজেলায় এবং পরবর্তীতে দেশের সকল উপজেলায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নাহিদ ইজহার খান বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে পরিচালন খাতে প্রাপ্ত বাজেট ৪৩৬ কোটি ৭৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২৬২ কোটি ৮ লাখ টাকাসহ মোট ৬৯৮ কোটি ৮৫ লাখ টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংশোধিত বাজেটে পরিচালন খাতে প্রাপ্ত ৪১৬ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৩৪৮ কোটি ৪০ লাখ টাকাসহ মোট ৭৬৪ কোটি ১৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
বাসস/এএসজি/এমএসএইচ/১৮০৫/এএএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়