বাসস
  ২৬ জুন ২০২৪, ০০:০২

চাঁদপুরে জেলিযুক্ত ১৫০ কেজি চিংড়ি জব্দ

চাঁদপুর, ২৫ জুন, ২০২৪ (বাসস): জেলা সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের পাশের আলুবাজার ফেরিঘাট এলাকা থেকে ১৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি বলেন, সোমবার দিনগত রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড আলুবাজার ফেরিঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় ককসিটের বক্সে থাকা ১৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। তবে কেউ চিংড়ির মালিক দাবি না করায় আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারি মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা।