বাসস
  ২৬ জুন ২০২৪, ১৮:৩৫

বগুড়া আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

বগুড়া, ২৬ জুন ২০২৪ (বাসস) : জেলার দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে । 
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার দুপুরে বগুড়ার আদালত চত্বরে এই ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন । পরে আদালত সভাকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। 
বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এ, কে, এম, মোজাম্মেল হক চৌধুরী, স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শহিদল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, প্রশাসনিক ট্রাইব্যুনাল এর সদস্য (জেলা জজ) শরনিম আকতার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ)  আশিকুল খবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার (পদন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)  সুদীপ কুমার চক্রবর্তীসহ বিভিন্ন আদালতের বিচারকগণ, বগুড়া বার সমিতির সভাপতি ও সেক্রেটারীসহ আইনজীবিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট ও জরুরী প্রয়োজনে খাবার কেনার জন্য আলাদা ফুড কর্নারসহ  এই ন্যায়কুঞ্জ নির্মানে প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে করেছে বগুড়া গণপূর্ত বিভাগ।