বাসস
  ২৬ জুন ২০২৪, ২০:২৬

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শনে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

ঢাকা, ২৬ জুন ২০২৪ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শনে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।
বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আম রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ঢাকায়  নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের  আমবাগান পরিদর্শনের আয়োজন করেছে মন্ত্রণালয়।
অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলংকা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূত এ পরিদর্শনে অংশগ্রহণ করবেন।
এছাড়া, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) এর কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর বাংলাদেশ প্রতিনিধি ও কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা প্রধানও এ পরিদর্শন দলে রয়েছেন।
আগামীকাল  বৃহস্পতিবার সকালে সফরকারীরা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে পরিচালিত আম বাগান পরিদর্শন করবেন।
সফরকালে তাদের সঙ্গে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,  পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ব্রুনাই দারুস সালাম রয়েছেন। 
উল্লেখ্য, আমের বাণিজ্যিক সম্ভাবনা বাড়াতে কৃষি মন্ত্রণালয় নানা উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। এ লক্ষ্যে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে নিরাপদ আমের উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়