বাসস
  ২৬ জুন ২০২৪, ২০:৫০

সুনামগঞ্জের শাল্লায় বন্যার্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জ, ২৬ জুন, ২০২৪ (বাসস) : জেলার শাল্লা উপজেলায় বন্যাদূর্গত ৩টি আশ্রয়কেন্দ্রে  ত্রাণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপী ত্রাণ বিতরন কার্যক্রমে অংশ নেন সুনামগঞ্জ- ২ (দিরাই শাল্লা) আসনের সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট অবনীমোহন দাস, উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান,ওসি (তদন্ত) আহমদ উল্লা ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মনির হোসেন ও মো. পিন্টু মিয়াসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহী অফিসার মো.আলাউদ্দিন শাল্লা এখন পুরোদমে বন্যামুক্ত উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন,শাল্লা উপজেলায় এ পর্যন্ত ৫৫ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে উপজেলার ৪টি ইউনিয়নের পানিবন্দী লোকজনকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং ১০টি আশ্রয়কেন্দ্রে উপজেলা প্রশাসনের মাধ্যমে এ পর্যন্ত ৪৫ মেট্রিক টন চাল বন্টন করে দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়