শিরোনাম
শেরপুর, ২৭ জুন, ২০২৪ (বাসস): শেরপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য প্রায় ১১৩ কোটি টাকার উন্নয়ন বাজেট পেশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন। তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরের ১৯,৪০,৬৮,৪৩৬ টাকার আয়, ১৮,৩৭,৪৮,০০০ টাকার ব্যায় সম্বলিত রাজস্ব বাজেট এবং সরকারী মঞ্জুরী, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু, ডিপিপি প্রকল্প মূলধনসহ ৯৩,৪০,৪১,০০০.৮১ টাকা আয় ও ৭৯,৯৬,০৬,০০০.০০ টাকা ব্যয় সম্বলিত উন্নয়ন বাজেট ঘোষণা করেন।
এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।