বাসস
  ২৮ জুন ২০২৪, ১২:১৭

রিয়াজউদ্দিন বাজারে আগুন;নিহত ৩

চট্টগ্রাম, ২৮ জুন, ২০২৪ (বাসস) : চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকা-ে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে দুইজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তিনজনের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার শামসুল আলমের ছেলে মো. রিদুয়ান (৪৫) ও একই উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখিল বাংলাবাজার এলাকার মো. শাহেদ (১৮)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান,শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটের দিকে রিয়াজউদ্দিন বাজার মোহাম্মদীয়া প্লাজা নামে একটি মার্কেটে অগ্নিকা-ের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী রেজোয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজারসহ মোট ৪টি স্টেশনের ৮টি ইউনিট কাজ করে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়