শিরোনাম
দিনাজপুর, ২৮ জুন ২০২৪ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, দিনাজপুর- এর উদ্যোগে বৃক্ষরোপণ এবং শিশু-কিশোরদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে শহরের পাটুয়াপাড়া ড্রইং স্কুলের ব্যবস্থাপনায় এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার সভাপতি শাহজাহান নোবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, লেখক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে আগত প্রায় দেড়হাজার শিশু-কিশোরের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৫০/এমকে/এমএইচসি