বাসস
  ২৮ জুন ২০২৪, ১৮:৫২
আপডেট  : ২৮ জুন ২০২৪, ১৮:৫৩

সুনামগঞ্জে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের মতবিনিময়

সুনামগঞ্জ, ২৮ জুন ২০২৪ (বাসস) : জেলায় আজ সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং সওজ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। 
আজ শুক্রবার বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন জেলায় সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শোয়েব আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম এবং সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক প্রমুখ। 
সুনামগঞ্জে সওজের সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, চলতি বন্যায় সুনামগঞ্জ জেলায় মোট ৯৬ কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী ক্ষতিপূরনের লক্ষ্যে ৬০ কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী ক্ষতিপূরনের জন্য মোট দুইশ’ ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহনের জন্য প্রস্তাব করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়