বাসস
  ২৮ জুন ২০২৪, ২০:৫৩

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া, ২৮ জুন, ২০২৪ (বাসস): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।
আজ শুক্রবার বিকাল ৫টায় তিনি সপরিবারে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে তিনি শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীসহ দেশ সেবায় নিয়োজিত সবার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।  
এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়