শিরোনাম
বরগুনা, ২৯ জুন, ২০২৪ (বাসস): জেলার পাথরঘাটা পৌর শহরের উকিল পট্টিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে তবে এরই মধ্যে কম্পিউটার-ফটোকপির চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
পাথরঘাটার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান খান জানিয়েছেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ কাজ চলছে।