শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৯ জুন, ২০২৪ (বাসস): জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতি।
আজ শনিবার দুপুরে সংগঠনের সভাপতি মুফতি মোহাম্মদ মারুফ বিল্লাহ,সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুরসহ দেশের ৩০০ মডেল মসজিদের ইমাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের খেদমতে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এর আগে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির পক্ষ থেকে কোরআন খতমের আয়োজন করা হয়।