বাসস
  ২৯ জুন ২০২৪, ১৯:৩৭

বান্দরবানে আটক ৭ জামায়াত কর্মিকে কারাগারে পাঠিয়েছে আদালত  

বান্দরবান, ২৯ জুন ২০২৪ (বাসস) : জেলায় আজ আটককৃত জামায়াতের সাত কর্মিকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
আজ শনিবার বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক তাদেরকে  কারাগারে পাঠানোর আদেশ দেন।
বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, শুক্রবার শহরের যৌথ খামার এলাকার একটি হোটেল থেকে গোপন বৈঠককালে জামায়াতের সাত কর্মিকে গ্রেপ্তার করে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইসময় তাদের কাছে জামায়াতের লিফলেট, দলীয় পুস্তিকা ও সদস্য ফরম, দলীয় ম্যাগাজিন ও কর্মিদের রিপোর্ট প্রভৃতি উদ্ধার করা হয়। আজ শনিবার আটককৃত সাত জামায়াত কর্মিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
তিনি জানান, কারাগারে পাঠানো জামায়াত কর্মিরা হলেন- নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯)  মো. ইমরানুল হক (৩০), মো. আশরাফুল ইসলাম (৩০), মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬), হুমায়ুন কবির (৩৭), মো. মাহফুজুর রহমান (৪৬)।  
এদের মধ্যে ইমরানুল হক বান্দরবান মডেল একাডেমী দাখিল মাদ্রাসার শিক্ষক, মো. মাহফুজুর রহমান বালাঘাটা জামে মসজিদের ইমাম, নুরুল আবছার বান্দরবান সরকারি কলেজ মসজিদের ইমাম, ইউনুছ মিয়া হোটেল নীলাদ্রীর ম্যানেজার পদে কর্মরত।