শিরোনাম
সুনামগঞ্জ, ৩০ জুন ২০২৪ (বাসস): জেলার ধর্মপাশা উপজেলায় আজ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর (৭৮) দাফন সম্পন্ন হয়েছে।
আজ রোববার বিকাল ৬টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের চানপুর গ্রামস্থিত পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বাদ আসর ধর্মপাশা ডিগ্রী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এর আগে, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের উপস্থিতিতে ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দোহার নেতৃত্বে একদল পুলিশ তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে।
এসময় ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিম- সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
আজ রোববার সকাল ৯ টায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর (৭৮) ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ......রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে ও তিনমেয়ে রেখে গেছেন।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।