শিরোনাম
পিরোজপুর , ১ জুলাই, ২০২৪, (বাসস): জেলায় আজ আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে অস্বচ্ছল ও ঘূর্ণিঝড়
রেমালে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মাঝে চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়
পিরোজপুর জেলা মৎস্যজীবী লীগ এর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২শত মৎস্যজীবীর হাতে চালসহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় পিরোজপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শিকদার চানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য এবংমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করিম এমপি এর প্রতিনিধি গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা মৎস্যজীবীলীগের সহ-সভাপতি বিমল চন্দ্র দাস প্রমুখ। বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মৎস্যজীবীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মধ্যে গাভী, ছাগল এবং জাল বিনামূল্যে বিতরণ করছেন।