শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২ জুলাই, ২০২৪ (বাসস): গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার শহরের ব্যাকপাড়া আচার্য্যবাড়ির উদ্যোগে ছাতা বিতরণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আচার্য্যবাড়ির সদস্য প্রাণতোষ আচার্য্য শিবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ্মাবতী দেবী, পূজা উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ বাড়ৈ মণিসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাফিক আহম্মেদ ডিটু, সাংবাদিক মনোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিত কুমার মল্লিক, জেলা মহিলা ঐক্যপরিষদের সভাপতি শিপ্রা বিশ^াস, পাটগ্রাম পাটেশ^রী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন, পৌর পাবলিক হল শপিং কমপ্লেক্সের সভাপতি ফজলে রাব্বি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা প্রাথমিক বিদ্যালয়গামী ১৫ শিশু শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন।