শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ২ জুলাই, ২০২৪ (বাসস) : জেলার চান্দিনায় এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে খরিপ ২/২০২৪ -২০২৫ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার হলরুমে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোরশেদ আলম বাসসকে বলেন, আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মঝে বিনামূল্যে প্রতিজনকে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএমপি সার বিতরণ করা হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো সোয়াইরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোরশেদ আলম প্রমুখ।