বাসস
  ০২ জুলাই ২০২৪, ১৪:২৪

ভোলায় সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

ভোলা, ২ জুলাই, ২০২৪ (বাসস): জেলার উপজেলা সদরে আজ ৪ হাজার ৫৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। এরমধ্যে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে রোপা আমান ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৮৫০ কৃষক ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ রেমালে ক্ষতিগ্রস্ত ১৭০০ কৃষকের মাঝে এসব প্রণোদনা প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।
অনুষ্ঠানের প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়