বাসস
  ০২ জুলাই ২০২৪, ১৬:৩৩

বাঘাইছড়ি-লংগদু সড়কে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

রাঙ্গামাটি, ২ জুলাই, ২০২৪ (বাসস) : জেলায় টানা বর্ষণের কারণে পাহাড় ধসে বাঘাইছড়ি-লংগদু’র সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ সকালে বাঘাইছড়ি থেকে লংগদু সড়কের বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকা ও বটতলী হেডম্যান পাড়ায় পৃথক পৃথক মাটি ধসের ঘটনা ঘটে। ফলে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরপরই সড়কটি সচল করতে বাঘাইছড়ি থানার পুলিশ সদস্য ও স্থানীয় যুবকরা একসাথে কাজ শুরু করছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বাসসকে জানান, সকালে বাঘাইছড়ি-লংগদু সড়কের দুইটি স্থানে পাহাড় ধসের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য ও স্থানীয়রা সড়কটি সচলের কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই সড়কের উপর থেকে মাটি সরানো সম্ভব হবে। 
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বাসসকে জানান, পাহাড় ধসের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিন দিনের টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি বাঘাইছড়ি -লংগদু সড়কটির উপর ধসে পড়ে। ফলে সড়কটির যান চলাচল বন্ধ রয়েছে। তবে যোগাযোগ স্বাভাবিক করতে বাঘাইছড়ি থানার পুলিশ ও স্থানীয়রা কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি আবার সচল করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়