বাসস
  ০২ জুলাই ২০২৪, ১৭:১৪

সুনামগঞ্জের সুরমা নদীতে নৌকাডুবিতে নারীসহ নিখোঁজ ৩

সুনামগঞ্জ, ২ জুলাই, ২০২৪ (বাসস) : জেলার দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে প্রবল স্রোতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে। 
মঙ্গলবার সকালে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের শিশু সন্তানসহ ৪ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন জোছনা বেগম এবং আরো ২ জন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে একটি ছোট নৌকায় করে নারী ও শিশুসহ ৭ জন আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুরমা নদী পার হতে গিয়ে প্রচন্ড স্রোতের কবলে পড়ে। এতে নৌকাটি ডুবে যায়।  তাৎক্ষণিকভাবে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ ৪ জনকে উদ্ধার জীবিত করলেও নিখোঁজ রয়েছেন মানসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), নৌকার মাঝি জমির আলী (৪০) ও গুলো বিবি (৭৫)। 
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’ কে বলেন, নৌকাডুবিতে শিশুসহ জীবিত ৪ জনকে উদ্ধার করা হয়েছে । তবে এখনো ৩জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।