বাসস
  ০২ জুলাই ২০২৪, ১৭:২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২ জুলাই ২০২৪ (বাসস) : জেলার  টুঙ্গিপাড়ায় উপজেলায় আজ ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিল থেকে উপজেলার ১৩ জন অসহায় ও দরিদ্র ব্যক্তির মধ্যে জনপ্রতি নগদ তিনহাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।