বাসস
  ০২ জুলাই ২০২৪, ২২:৪৭

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেনের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

ঢাকা, ২ জুলাই, ২০২৪ (বাসস) : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. গোলাম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
অধ্যাপক গোলাম হোসেন আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আনুমানিক সন্ধ্যা ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।
ডেপুটি স্পিকার তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মো. গোলাম হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য,  ফরিদপুর উপজেলা মানবাধিকার কমিশন, পাঠক ফোরাম দৈনিক আজকের কাগজ ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি সবসময় সমাজের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর গ্রামে জন্মগ্রহণকারী এই বরেণ্য রাজনীতিবিদ তিন ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।