বাসস
  ০৩ জুলাই ২০২৪, ১০:০৫

টুঙ্গিপাড়ায় নতুন ভেন্যুতে নকলমুক্ত ও মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩ জুলাই, ২০২৪ (বাসস): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নতুন ভেন্যুতে নকলমুক্ত ও মনোরম পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ ভেন্যুটির সার্বিক পরিস্থিতি নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছে। আগামীতে তারা এমন ভেন্যুতে  পরীক্ষা আয়োজনের অনুরোধ করেছেন।
টুঙ্গিপাড়া উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৩৭ জন। পরীক্ষার্থীরা টুঙ্গিপাড়া কেন্দ্রর ২টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে নতুন ভেন্যু খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজে ৮৭৪ জন ও পুরাতন ভেন্যু সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে ১৬৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসেছে।
অভিভাবক তামিম হোসেন বলেন, টুুঙ্গিপাড়ার শিক্ষারমান দিনদিন নেমে যাচ্ছে। শিক্ষার্থীরা দেশের ভাল ভাল বিদ্যাপীঠের  ভর্তি প্রতিযোগিতায় টিকতে পারছে না। বড় চাকরিও পাচ্ছে না। তাই টুঙ্গিপাড়ার শিক্ষার মানবৃদ্ধিতে শিক্ষানুরাগী শেখ কবির হোসেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন মহলের সাথে পরামর্শ করে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন।  সেটি কার্যকর করছেন। এছাড়া তার বাবার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে  নকলমুক্ত পরিবেশে এ বছর প্রথম এইচএসসি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখানে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। তাহলে শিক্ষার মান বৃদ্ধি পাবে।
পরিক্ষার্থী নিলয় আহমেদ, স্নেহা বিশ্বাস, আব্দুর রহিম শেখ বলেন, এ ভেন্যুতে ফ্যান, লাইট, নিরাপদ খাবার পানিসহ সব সুবিধা রয়েছে। পরীক্ষার রুমগুলোও সুন্দর। এখানে আমরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারছি। তাই প্রতি বছর এ ভেন্যুতে পরীক্ষার আয়োজন করার দাবি জানাচ্ছি।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, শিক্ষারমান নিশ্চিতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এজন্য এ ভেন্যুতে পরীক্ষার আযোজন করা হয়েছে। আগামীতে এ ভেন্যুতে পরীক্ষার আয়োজন করা হবে।
হল সুপার সিকদার মোঃ জিন্নুরাইন বলেন, এখানে নকলমুক্ত ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আমরা তাদের পরীক্ষা বান্ধব সব সুযোগ সুবিধা নিশ্চিত করেছি। নতুন এ ভেন্যুটি সবার কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১০০০/নূসী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়