শিরোনাম
বগুড়া, ৩ জুলাই, ২০২৪ (বাসস) : জেলা কারাগার পালানো ৪ মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদির প্রত্যোকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২৫ জুন দিবাগত রাতে কারাগারের ছাদ ছিদ্র করে পালিয়ে গিয়েছিল তারা। রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
কারাগার থেকে পালানো কয়েদিরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দির আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া ও বগুড়ার কুটুরবাড়ী পশ্চিমপাড়ার ফরিদ শেখ।
এ ঘটন্য়া জেল সুপারসহ ৫ জনকে সাময়িক বহিষ্কার করে কারা কর্তৃপক্ষ। আজ বুধবার প্রেফতারকৃত ৪ কয়েদীকে আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যোকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।