বাসস
  ০৪ জুলাই ২০২৪, ১৬:৪০

নাটোরে মাইক্রোবাস ও অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়ে নিহত

নাটোর, ৪ জুলাই, ২০২৪ (বাসস): জেলার লালপুরে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবিনা খাতুন(২৮) নাটোরের লালপুর উপজেলার উধনপাড়া গ্রামের মাহবুব আলমের স্ত্রী এবং তাদের কন্যা রোকেয়া খাতুন (৩)।
লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, শিশু কন্যা রোকেয়া খাতুনের চিকিৎসা শেষে রাজশাহীর বাঘা থেকে অটোরিক্সাযোগে লালপুর ফেরার পথে বিপরীতদিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রুবিনা ও রোকেয়ার মৃত্যু হয়।
পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। এ ব্যাপারে লালপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান লালপুর থানার ওসি।