বাসস
  ০৪ জুলাই ২০২৪, ১৬:৫০

প্রয়াত বিচারপতি-আইনজীবীদের স্মরণে আপিল বিভাগে ফুলকোর্ট রেভারেন্স

ঢাকা, ৪ জুলাই, ২০২৪ (বাসস) : প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্মরণ সভা (ফুলকোর্ট রেভারেন্স) অনুষ্ঠিত হয়েছে। আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রয়াত ৬ জন বিচারপতি ও ৯৯ জন আইনজীবীর পরিচিতি তুলে ধরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রয়াতদের স্মরণ করে বক্তব্য দেন।
আইনজীবীদের উপস্থিতিতে আপিল বিভাগের ১ নং এজলাস কক্ষ কানায় কানায় ভরে যায়।  ফুলকোর্ট রেভারেন্সে (সম্পূর্ণ আদালতের শ্রদ্ধা নিবেদন) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট  বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়