বাসস
  ০৪ জুলাই ২০২৪, ১৭:২৩

গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুর, ৪ জুলাই, ২০২৪ (বাসস): 'এসো সবুজ গাজীপুর গড়ি' এ শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা পরিষদের মিলনায়তন কক্ষে উদ্বোধনের পরে তিনি র‌্যালিতে অংশ নেন এবং পরিষদ চত্বরে কয়েকটি বৃক্ষের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আনিছুর রহমান আরিফ। পরিষদের সদস্য মো. আবু হানিফ মিয়া, মো. দেলোয়ার হোসেন, মাহমুদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।