বাসস
  ০৪ জুলাই ২০২৪, ২০:০৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গামাটি, ৪ জুলাই, ২০২৪(বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে সোহা চাকমা(১২) এবং কৃতিত্ব চাকমা(১৩) নামে দুই শিক্ষার্থী মারা গেছে।
অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে সোহা চাকমা বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে এবং কৃতিত্ব চাকমা মঙ্গলবার নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় দুইদিন পর তাদের লাশ উদ্ধার করা হয় বলে আজ জানান- রুপকারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন চাকমা। তিনি জানান, সোহা চাকমা বিটি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং কৃতিত্ব চাকমা ৭ম শ্রেণীর ছাত্র।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আহমেদ আজ বৃহস্পতিবার বাসসকে বলেন- বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সকালের দিকে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বাঘাইছড়ি পৌরসভা মেয়র জমির হোসেন নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।