বাসস
  ০৪ জুলাই ২০২৪, ২০:০৭

সব ধর্মের একটাই লক্ষ্য মানবতার সেবা করা : নারায়ণগঞ্জে মেয়র আইভী

নারায়ণগঞ্জ, ৪ জুলাই, ২০২৪ (বাসস) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, মানুষের কল্যাণের জন্য ধর্ম। সব ধর্মের একটাই লক্ষ্য মানবতার সেবা করা। মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই।
বৃহস্পতিবার সকালে শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জের আধ্যাত্মিক সাধক নাগ মহাশয়ের আশ্রমে ৭ কোটি টাকা ব্যায়ে মন্দির ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
সাধু নাগ মহাশয়ের আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তারাপদ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও মনিরুজ্জামান মনির।