শিরোনাম
দিনাজপুর, ৬ জুলাই, ২০২৪ (বাসস): জেলার বিরামপুর উপজেলায় আজ মিনি পিকআপের ধাক্কায় হোসেন আলী নামে একজন পথচারী নিহত হয়েছে।
বেলা ১১ টায় দিনাজপুর - গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার টাটকপুরর মোড় নামক স্থানে ওই সড়ক দুর্ঘটনা ঘটেছে।
দুপুর ১২ টায় জেলার বিরামপুর থানার অফিসাস ইনচার্জ সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত হোসেন আলী ( ৭০) জেলার বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের মৃত ইছাহাক আলীর পুত্র ।
পুলিশের সূত্রটি জানান, গৃহ পালিত গবাদি পশুকে খাওয়ানোর জন্য আজ শনিবার বেলা ১১ টার ঘাস কাটতে যাচ্ছিল হোসেন আলী। রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মিনি পিক-আপটি। পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় হোসেন আলী। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশের সূত্রটি জানায়, ঘাতক মিনি পিক-আপটি চিহ্নিত করতে ডিজিটাল পদ্ধতি অনুসরণে চেষ্টা চালানো হচ্ছে।