বাসস
  ০৬ জুলাই ২০২৪, ১৩:৩৩

জয়পুরহাটে যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের বৃক্ষরোপন কর্মসচি পালন

জয়পুরহাট, ৬ জুলাই, ২০২৪ (বাসস): স্কাউটদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন ও বৃক্ষরোপণ বিষয়ক এক কর্মসূিচ আজ শনিবার সকালে পালন করেছে যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপ।
জয়পুরহাট শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানের পাশে অবস্থিত শিশু- কিশোর আনন্দধারা সংগীত বিদ্যালয়ে আয়োজিত
স্কাউটদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু। যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম বিট্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবেক মোর, সাবেক সিনিয়র রোভার মেট মোস্তাকিম হোসেন পাপ্পু, মিজানুর রহমান, মিম, তুহিন প্রমূখ।
অনুষ্ঠানে স্কাউটিং কার্যক্রমে অসামান্য অবদানের জন্য জয়পুরহাটের যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের দু'জন আন্তর্জাতিক যুব সংগঠক সরকার তানভীর আহমেদকে বাংলাদেশ স্কাউটস থেকে নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড ও তৌফিক হেসেনকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।