শিরোনাম
রাঙ্গামাটি, ৬ জুলাই ২০২৪ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টায় জেলা যুব মহিলা লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষ কেতু চাকমা।
জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি মো. জাহিদ আকতার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা প্রমুখ।
আলোচনাসভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর, দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।