শিরোনাম
হবিগঞ্জ, ৬ জুলাই ২০২৪ (বাসস): জেলার আজ নবীগঞ্জ উপজেলার ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নে বন্যা দুর্গতদেও মধ্যে ত্রাণ হিসাবে চাল বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
আজ শনিবার সকাল থেকে বিকালে পর্যন্ত উপজেলার ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বন্যা আশ্রয় কেন্দ্রে তিনি উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন। এদিন ত্রাণ হিসাবে চারটন চাল বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়।
এসময় নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান, ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন ছোবা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।