বাসস
  ০৮ জুলাই ২০২৪, ১৬:২৩

নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষি প্রণোদনা বিতরণ

নওগাঁ, ৮ জুলাই, ২০২৪ (বাসস): নওগাঁর বদলগাছী উপজেলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।  
সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ নাথ চক্রবর্তী।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিনী রক্তিমা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন ও উপজেলা কৃষি কর্মকর্তা সাবাস ফারহান।
পরে ২০২৩-২৪ অর্থ বছরের ১ হাজার ৪১০ জন কৃষককে ৫ কেজি করে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়। পরে শিক্ষা উপবৃত্তি ও দুস্থদের মাঝে ৪৫ টি চেক, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়।