বাসস
  ০৮ জুলাই ২০২৪, ১৮:১২

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৮ জুলাই, ২০২৪ (বাসস): গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ করেছে। তবে অনিবার্য কারণে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম। পরে কেক কেটে আনন্দ উদ্যাপন করে বিশ্ববিদ্যালয় পরিবার।
নিজস্ব ক্যাম্পাসে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ৫টি বিভাগে ১৬০ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির পাঠদান কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুুভাবে সম্পন্ন করতে বর্তমানে ৩১৪ জন শিক্ষক, ১৫৯ জন কর্মকর্তা ও ২৩৬ জন কর্মচারী কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ে ৩৪টি বিভাগে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।