শিরোনাম
বগুড়া, ৯ জুলাই, ২০২৪ (বাসস): জেলার বনানীতে দুরপাল্লার বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুন্দারহাট হাইওয়ের থানার ইনচার্জ আব্বাস আলী জানান, সোমবার দিনগত রাত ২টা ৫০মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১৪-৩১৭০) যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ট-২০-৫৫৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে একজন বাসযাত্রী মারা যান।
এদিকে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় চিকিকিৎসাধীন অবস্থায় জামাল হোসেন নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা চারজনে।
কুন্দারহাট হাইওয়ের থানার ইনচার্জ জানান , বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।