শিরোনাম
খাগড়াছড়ি, ৯ জুলাই, ২০২৪ (বাসস): খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ
নিরসনে সচেতনতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম ও সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
কর্মশালায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা'র ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।