বাসস
  ১০ জুলাই ২০২৪, ১৬:৩৪

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় র‌্যালি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১০ জুলাই, ২০২৪ (বাসস): হাইকোর্টের রায়ে ৩০ শতাংশ মুুক্তিযোদ্ধা কোটা পূনর্বহাল করায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অংশগ্রহণে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে একটি পথসভার মাধ্যমে শেষ হয়।  
প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, আবুল কালাম দাড়িয়া, মান্নান শেখ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের নজরুল ইসলাম হাজরা মন্নু প্রমূখ।
পথসভা শেষে মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন মিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত হয়।