শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১১ জুলাই, ২০২৪ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।
তিনি আজ দুপুর ১২ টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু, তাঁর পরিবারের শহীদ সদস্য ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ সেবায় নিয়োজিত প্রজাতন্ত্রের সবার জন্য প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শণ বইতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা, টু্ঙ্িগপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।