শিরোনাম
ঝিনাইদহ, ১২ জুলাই ২০২৪ (বাসস) : জেলায় আজ অসহায় ও দুস্থ ছয়শ’টি পরিবারের মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ঝিনাইদহ পৌরসভা চত্বরে এ শিশুখাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল।
এসময় পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, সচিব মোস্তাক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় উন্নতমানের শিশুখাদ্য বিতরণ করা হয়।
আয়োজকরা জানায়, একদিন থেকে দুইবছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে খাবার হিসেবে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।