বাসস
  ১৩ জুলাই ২০২৪, ১৫:৪৪

লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা

লালমনিরহাট, ১৩ জুলাই, ২০২৪ (বাসস): লালমনিরহাট পৌরসভা ৪৮ কোটি ৭৮ লাখ ৫১১ টাকার বাজেট ঘোষণা করেছে। শনিবার সকাল ১১ টায় পৌরসভার শপিং কমপ্লেক্স হলরুমে এ বাজেট ঘোষণা করেন মেয়র রেজাউল করিম স্বপন।
এসময় মেয়র জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যায় ধরা হয়েছে ৪৭ কোটি ৯০ হাজার টাকা এবং প্রস্তাবিত উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৫১১ টাকা।
প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ১৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৭০৮ টাকা, পানি শাখা থেকে আয় ৬৩ লাখ ৩০ হাজার ৩৫৬ টাকা ও উন্নয়ন বাস্তবায়ন খাত থেকে ৩৪ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৪৪৭ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।