বাসস
  ১৪ জুলাই ২০২৪, ১১:৩৩

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ পালিত

পিরাজপুর, ১৪ জুলাই, ২০২৪, (বাসস): জেলায় আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী
আন্তর্জাতিক দিবস ২০২৪ পালন উপলক্ষেএক মাদক বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে জেলা সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রসাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবি রায় এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক বাবুল সরকার এবং কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির ছাত্র আহাদ রায়হান আলোচনায় অংশ নেন। আলোচকরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে মাদক আইন আধুনিকায়ন করেছেন। সীমান্তে নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করেছেন। তিনি মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।