শিরোনাম
ঝালকাঠি, ১৪ জুলাই, ২০২৪ (বাসস): জেলায় জেলা আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন শিবলী, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন বন্ধ, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আপরদিকে, একই স্থানে সকালে ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।