শিরোনাম
রাঙ্গামাটি,১৪ জুলাই, ২০২৪ (বাসস): শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে রাঙ্গামাটিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে বনরুপা সিএনজি স্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
রাঙ্গামটি জেলা ছাত্রলীগের সভাপতি রণি হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকন, সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আল্লাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিলকেল কলেজ ছাত্রলীগের সভাপতি তন্ময় চৌধুরী প্রমুখ।
সমাবেশের আগে ছাত্রলীগের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়।